জ্যোতির্বিজ্ঞান



সৌরজগতের একমাত্র বাসযোগ্য গ্রহ পৃথিবীতে আমাদের বসবাস। কিন্তু পৃথিবীই কী একমাত্র গ্রহ যেখানে প্রাণের বিকাশ ঘটেছে? এত বড় মহাবিশ্বে আর কী কোন বাসযোগ্য অঞ্চল নেই? এসব প্রশ্ন হয়ত আমাদের অনেকের মাথায়ই ঘুরে ফিরে। নতুন পৃথিবীর খোঁজে বিজ্ঞানীরাও গবেষণা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি নাসার বিজ্ঞানীরা পৃথিবী থেকে ৬০০ আলোকবর্ষ দূরে বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেয়েছেন, যার নাম দেওয়া হয়েছে কেপলার ২২-বি। গ্রহটিতে প্রাণের অস্তিত্ব থাকার বাপারে বিজ্ঞানীরা খুবই আশাবাদী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন