বিচিত্র কৌতূহল


সবচেয়ে ছোট মেরুদণ্ডী প্রাণীঃ
আমেরিকান ডাইমের উপর বসা ব্যাঙটি,ডাইমের ব্যাস মাত্র ১৮ মিমি.


বিশ্বের সবচেয়ে ছোট মেরুদণ্ডী প্রাণীর খোঁজ পাওয়া গেছে পাপুয়া নিউগিনির রেইনফরেস্টে।ব্যাঙের এমন একটি প্রজাতির খোঁজ পাওয়া গেছে যাদেরকে পেঞ্চিলের মাথায় বসিয়ে রাখা যায়। এদের আকার ৭ মিমি(.২৭ ইঞ্চি)।   এদের নাম দেয়া হয়েছে “পেডোফ্রাইন অ্যামোএনসিস (Paedophryne amauensis)” এই প্রজাতি থেকে কিছুটা বড় আরেকটি প্রজাতির সন্ধানও পেয়েছেন বিজ্ঞানীরা যাদের নাম “পেডোফ্রাইন সুইফটোরাম (Paedophryne swiftorum)”আমারিকার “পাবলিক লাইব্রেরি অব সাইন্স” জার্নালে এই ক্ষুদ্রতম মেরুদণ্ডী প্রাণীর ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।  “এই আবিষ্কার অনেক কষ্টসাধ্য ছিল”- জানান এর সন্ধানদাতা দলের প্রধান আমেরিকান লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ক্রিস অস্টিন। তিনি আরও জানান “এর আগে এত ক্ষুদ্র মেরুদণ্ডী প্রাণীর সন্ধান পাওয়া যায়নি। নিউগিনির এই বনটি রাতের বেলা খুব বেশি সরব হয়ে উঠে। আমরা রাতে ব্যাঙের ডাক রেকর্ড করার সময় একটি অন্যরকম শব্দ পেয়ে কৌতূহলী হয়ে উঠি। শব্দের উৎস খুজতে গিয়ে পাতার স্তূপের নিচে এই ব্যাঙ খুঁজে পাই। এর আগে ব্রাজিলের সোনা ব্যাঙই (Brachycephalus didactylus)  ছিল বিশ্বের ক্ষুদ্রতম ব্যাঙ। আর ২০০৬ সালে সন্ধান পাওয়া মাছ “পেডোসাইপ্রিস প্রজনেটিকা (Paedocypris progenetica)” ছিল ক্ষুদ্রতম মেরুদণ্ডী প্রাণী। সূত্রঃ বিবিসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন