শুক্রবার, ২৮ জুন, ২০১৩

প্রকাশিত হল "কৌতূহল" এর চতুর্থ সংখ্যা

প্রতিবারের মত এবারও বিজ্ঞানের নানা বিষয়ে প্রবন্ধ, সাম্প্রতিক খবরাখবর ও দারুণ সব বিভাগ নিয়ে সাজানো হয়েছে আমাদের ম্যাগাজিন| নতুন করে যুক্ত হয়েছে "বৈজ্ঞানিক কল্পকাহিনী"| পাশাপাশি নতুন দুটি বিভাগও সংযোজিত হয়েছে। আর এবারের প্রচ্ছদ সাজানো হয়েছে রহস্য আর অনিশ্চয়তার বিজ্ঞান কোয়ান্টাম মেকানিক্স নিয়ে।

কৌতূহল এর চতুর্থ সংখ্যা ডাউনলোড করতে ক্লিক করুনঃ 

ডাউনলোড 

























যা যা থাকছে এবারের সংখ্যায়ঃ

প্রচ্ছদ কাহিনীঃ কোয়ান্টাম মেকানিক্স(পর্ব-১)

জীববিজ্ঞানঃ বিচিত্র সব সংকরণ

রসায়নঃ দৈনন্দিন জীবনে তেজস্ক্রিয়তা

জ্যোতির্বিজ্ঞানঃ আসুন মানসকল্পে আলোর গতিতে ঘুরে আসা যাক আমাদের মহাবিশ্ব

ইগ নোবেল পুরষ্কার এর গল্প

আবিষ্কারের গল্পঃ বলপেন

মাইক্রোওয়েভ ওভেন কীভাবে কাজ করে

বৈজ্ঞানিক কল্পকাহিনীঃ মিকিরি নামের ছোট্ট রোবট

অয়লার অভেদঃ সর্বকালের সবচেয়ে সুন্দর গাণিতিক সমীকরণ

ভুয়া বিজ্ঞান,ভুয়া বিজ্ঞানীর কথা

আর সাম্প্রতিক খবরাখবর, নিয়মিত সব বিভাগ তো থাকছেই...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন