শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

নতুন প্রজাতির উড়ুক্কু ব্যাঙ আবিষ্কার



সম্প্রতি এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী জোডি রাউলি ভিয়েতনামের হোচিমিন সিটি শহরের ১০০ কিলোমিটার দূরে বনাঞ্চল থেকে আবিষ্কার করেছেন এক নতুন প্রজাতির ব্যাঙ যেগুলো উড়তে পারে। জোডি রাউলি নিজের মায়ের নামে এর নামকরণ করেন "হেলেন'স ফ্লাইং ফ্রগ"। ব্যাঙটির দৈর্ঘ্য ৩ দশমিক ৫ ইঞ্চি। নতুন প্রজাতির এই ব্যাঙের হাতগুলো বেশ বড়পায়ের গোড়া পর্যন্ত আছে পাতলা ত্বকের সংযোগ। যা এদের উড়তে সাহায্য করে। প্যারাসুটের আকারও নিতে পারে ব্যাঙটি। এরা সাধারণত গাছ থেকে গাছে উড়ে বেড়ায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন