শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

অবশেষে বিজ্ঞানীরা নিশ্চিতঃ মিলেছে হিগস বোসন কণা

গত বছর লার্জ হাইড্রন কোলাইডারে গবেষণা করার সময় বিজ্ঞানীরা যে কণাটি খুঁজে পেয়েছিলেন সেটিই যে "হিগস-বোসন" কণা এই বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন। গত বছর ৪ জুলাই বিজ্ঞানীরা ঘোষণা করেছিলেন তারা এমন একটি কণা খুঁজে পেয়েছেন যার সাথে হিগস-বোসন কণার যথেষ্ট মিল রয়েছে। অবশেষে নিশ্চিত হতে পারলেন তারা। আগের সংগৃহীত তথ্য কণাটিকে হিগস-বোসন বলে অভিহিত করার জন্য যথেষ্ট ছিল না। তাই তারা আগের চেয়ে আড়াই গুণ বেশি তথ্য সংগ্রহ করে পর্যালোচনা করে বিজ্ঞানীরা ঘোষণা দিলেন এটিই হিগস-বোসন। কেউ কেউ কণাটিকে গড-পার্টিকেল বা ঈশ্বর-কণা বলেও অভিহিত করেন। এই কণার জন্যই পরমাণু তথা বস্তুর ভর অনুভূত হয়।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন